ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মহামারী করোনায় আরও একজনের মৃত্যুর হয়েছে। ৭৪ বছর বয়সী একজন ওমানি নাগরিকের মৃত্যু হয় শুক্রবার (২৪-এপ্রিল)। এখন পর্যন্ত ওমানে করোনায় ১০জনের মৃত্যু এবং মোট আক্রান্ত হয়েছে ১৪৯০ জন।
ওমানে প্রতিদিন করোনা পরীক্ষা করা হয় ২০০০ জনের, এখন পর্যন্ত মোট পরীক্ষার করা হয়েছে ৩০,০০০জনকে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) সকল নাগরিককে এই ভাইরাসের সংক্রামণ রোধে একটি আলাদা ঘরে থাকতে এবং কোনো ব্যক্তির সংস্পর্শে না আসার নির্দেশনা দিয়েছে।
একই সাথে লকডাউন চলাকালীন কোনো নাগরিক প্রয়োজনীয় কাজ ব্যতীত ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশনা জারি করেছে। ওমানে বসবাসরত সকল নাগরিক এবং প্রবাসীদের সুস্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post