মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ২০৩১ সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৫২০ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত একটি বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ। যা এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল।
এই যুদ্ধবিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্রব্যবস্থা, দীর্ঘ পাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে। ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুবিধাগুলো ইসরায়েলি বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে।
’ইসরায়েলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ২০৩১ সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৫২০ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত একটি বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ। যা এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল।
এই যুদ্ধবিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্রব্যবস্থা, দীর্ঘ পাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে। ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুবিধাগুলো ইসরায়েলি বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোয়িং এই এফ-১৫ বিমান সরবরাহ শুরু করবে ২০৩১ সালে এবং প্রতি বছর ৪-৬টি বিমান সরবরাহ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এয়াল জামির বলেন, ‘এই এফ-১৫ স্কোয়াড্রনটি, এ বছর কেনা তৃতীয় এফ-৩৫ স্কোয়াড্রনের পাশাপাশি, আমাদের বিমান শক্তি ও কৌশলগত পরিসরের একটি ঐতিহাসিক সম্প্রসারণ নির্দেশ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post