আরব আমিরাত থেকে অভিনব কৌশলে ভ্যাকুয়াম ক্লিনার মেশিনে করে স্বর্ণপাচার করার সময় শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েন ফেরদৌস মিয়া নামের এক প্রবাসী। তাকে আটকের পর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসিবুর রহমান বাদী হয়ে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা করেন। পরে আজ সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশ জানায়, গতকাল রোববার ফেরদৌস মিয়াকে ২ হাজার ৭৫ গ্রাম স্বর্ণসহ আটক করে তাকে বিমানবন্দর থানায় সোর্পদ করে ঢাকা কাষ্টমস হাউজ কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।
এ ব্যপারে মামলার বাদী মো. হাসিবুর রহমান জানান, অভিনব কৌশলে ভ্যাকুয়াম ক্লিনার মেশিনে করে স্বর্ণ পাচার করে ফেরদৌস মিয়া। তাকে তল্লাশি করে মেশিন ভেঙে এসব স্বর্ণ জব্দ করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই রোকনুজ্জামান চৌধুরী বলেন, সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে স্বর্ণপাচার মামলার আসামি ফেরদৌস মিয়াকে আদলাতে পাঠানো হয়। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post