হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৭৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই। আটক যাত্রীর নাম ফেরদৌস মিয়া।
রোববার (৩ নভেম্বর) সকালে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করেছে এনএসআই।
এনএসআই সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে শারজাহ থেকে আসা যাত্রী ফেরদৌস মিয়াকে ২ হাজার ৭৫ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়। ফেরদৌসকে বিমানবন্দরের ২১ নং আগমনি গেট থেকে আটক করা হয়।
ফেরদৌস মিয়া ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর জিজ্ঞাসাবাদে জানায় তার কাছে ১০০ গ্রাম স্বর্ণালংকার ছাড়া আর কোনো স্বর্ণ নেই। পরে তার হাত ব্যাগ ও বুকিং লাগেজ স্ক্যান করা হলে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়।
পরে কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাগেজ ইনভেনট্রি করে ব্যাগে থাকা ওয়ারলেস ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে মোটরের আকারে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১ হাজার ৯৭৬ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ হাজার ৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।
ফেরদৌস এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের করে সকাল ৯টায় শারজাহ থেকে ঢাকায় আসেন। বর্তমানে সে স্বর্ণসহ কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post