আয়কর আরোপ বা ট্যাক্স নিয়ে শিগগির বড় ঘোষণা দিতে পারে ওমান। এর আগে ২০২২ সালে ব্যক্তিগত আয়ের উপরে সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে।
‘ট্যাক্সেজ ইন দি সালতানাত অফ ওমান’ শিরোনামে শিক্ষার্থী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে অক্টোবরের শেষের দিকে একটি সেমিনারও আয়োজন করে ট্যাক্স অথরিটি।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই আয়কর আরোপ করতে যাচ্ছে উপসাগরীয় দেশটি।
দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ওমান অবজার্ভারের এক বিশ্লেষণে বলা হয়, আয়করের বিষয়টি অনেকটা বিদেশি ঋণ পরিশোধের দায়ের সাথে সম্পর্কযুক্ত।
ওমান একদিকে বার্ষিক ব্যয় কমিয়ে আনতে চাইছে অন্যদিকে বিদেশি ঋণের আকার সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে।
হিসাব বলছে, ২০২১ সালে ওমানের বিদেশি ঋণের আকার ছিলো ২১.৭ বিলিয়ন রিয়াল, সবশেষ তা কমে দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলারে।
অর্থ্যাৎ জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে ওমান এখন ব্যক্তিগত আয় থেকে রাজস্ব বাড়াতে আগ্রহী। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে ওমানই হবে গালফ এলাকার প্রথম দেশ যারা আয়কর আরোপ করে।
যদিও বিশ্বের অধিকাংশ দেশে করই সরকারের আয়ের অন্যতম উৎস। তবে ওমানের শক্তিশালী তেল ও গ্যাস শিল্পের কারণে নাগরিকদের আয়কর দিতে হয় না। তা সত্ত্বেও দেশটির মানুষ সরকারের কাছ থেকে ভালো সুযোগ-সুবিধা পায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post