গত ২ সপ্তাহে ভারতীয় বিমান সংস্থাগুলোতে ব্যাপক বোমাতঙ্কের জেরে প্রায় ৫০০টি বিমান চলাচল বিঘ্নিত হয়েছে, যার ফলে সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে বিমান বাতিল ঠেকাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের মতো প্রধান বিমানবন্দরগুলোতে বোমাতঙ্ক মোকাবিলার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি বিমানের বোমাতঙ্ক বা হুমকির কারণে ৩ থেকে ২০ কোটি রুপি পর্যন্ত ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে সংস্থাগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। এমন অবস্থায়, বোমা বিস্ফোরণের সম্ভাবনা থাকলে যাত্রীদের নিরাপত্তার জন্য বিমানগুলো ‘ফুয়েল ডাম্প’ করতে বাধ্য হয় এবং জরুরি অবতরণের ব্যবস্থাও করতে হয়।
উদাহরণস্বরূপ, দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্কের কারণে কানাডার এক প্রত্যন্ত এলাকায় জরুরি অবতরণ করতে হয়েছিল। পরে, যাত্রীদের শিকাগো পৌঁছাতে কানাডার বিমানবাহিনীর বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় থাকা-খাওয়ার খরচসহ প্রায় ১৫ থেকে ২০ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হয়েছিল।
বোমাতঙ্কের এই সমস্যার সমাধানে বিমানবন্দরগুলোতে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সিআইএসএফ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা থাকবেন। কোনও হুমকি এলে তারা তা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post