সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নায়েফ এলাকায় অবস্থিত একটি হোটেলে গতকাল শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই দুবাই সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনটি খালি করে।
তবে, ঘটনাস্থলে বিস্তৃত ধোঁয়া ছড়িয়ে পড়ায় দুর্ভাগ্যবশত দুই ব্যক্তি আটকে পড়ে মারা যান।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post