করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে ভারত সহ বিশ্বের অনেক দেশ। তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ইদানীং কমতে শুরু করেছে করোনার তান্ডব। সোমবার (৩-মে) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩ জন এবং মৃতের সংখ্যা ১০ জন।
যেখানে গত সোমবার অর্থাৎ ২৬-এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ৪৫৪ জন এবং মৃতের সংখ্যা ৬ জন। গত সোমবারের তুলনায় আজ আক্রান্ত কমেছে ৩৬১ জন। তবে মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্ত কমলেও মৃতের সংখ্যা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৮৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৯০০ জন। যাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৫২ জন। নতুন ১০ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫৩ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ১ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯০ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮১৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post