ওমানের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের বার্ষিক ছুটির বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা সম্পর্কিত লেনদেন অনলাইনের মাধ্যমে করতে নির্দেশনা জারি করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রবাসী কর্মীদের হাতে দ্রুত ও নির্বিঘ্নে তাদের পাওনা পৌঁছে দিতে অনলাইন মাধ্যম সবচেয়ে উপকারী বলে জানিয়েছে মন্ত্রণালয়। এমতাবস্থায় দেশটির সকল মন্ত্রণালয় এবং সরকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যে দ্রুত সকল বার্ষিক ছুটির অগ্রিম বেতন অনলাইনের মাধ্যমে পৌঁছিয়ে দিতে।
এ ব্যাপারে দেশটির সকল সরকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বার্ষিক ছুটির অগ্রিম বেতন প্রদানের বিষয়ে নতুন একটি আর্থিক পরিপত্র জারি করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। রয়্যাল ডিক্রি ৪৭/৯৮ এর আর্থিক আইন এবং রয়্যাল ডিক্রি ১২০/২০০৪ এর সিভিল সার্ভিস আইনের অধীনে অনলাইনের মাধ্যমে বেতন প্রক্রিয়াকরণ সম্পর্কিত এক আর্থিক পরিপত্রতে এই সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগকে জনগণের স্বার্থে আর্থিক সার্কুলারের দেওয়া নির্দেশাবলী পুরোপুরি মেনে চলার জন্য সকল মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post