করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বুধবার (২১-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭ জন এবং মৃতের সংখ্যা ১৭ জন। তবে গতকালের তুলনায় আজ আক্রান্ত এবং মৃত কিছুটা নিম্নমুখী। গতকালের চেয়ে আজ আক্রান্ত কমেছে ১৮৬ জন এবং মৃত কমেছে ২ জন।
বর্তমানে দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৬৪ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। মাস্কাট এবং সালালাহ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ তান্ডব চলছে করোনার। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৭০ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৭৫০ জন। নতুন ১৭ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯২৬ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ১ হাজার ৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৫ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮১২ জন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বন্ধ সহ কারফিউ জারির সম্ভাবনা রয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে দেশটিতে মৃত্যুর সংখ্যা ক্রমশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সবাইকে সচেতন করতে ওমানের শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী ও চিকিৎসকগণ সোশ্যাল মিডিয়াতে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। সেইসাথে ওমানে পর্যাপ্ত ভ্যাকসিন না আসা পর্যন্ত চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার উপর জোড় দিচ্ছে নতুন এই সচেতনতামূলক প্রচারণা বার্তায়। দেশটির সকল নাগরিককে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post