করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মঙ্গলবার (২০-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬৩ জন এবং মৃতের সংখ্যা ১৯ জন। গতকালের তুলনায় আজ মৃত বেড়েছে ৭ জন। দেশটির ইতিহাসে একদিন এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৬৩ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। মাস্কাট এবং সালালাহ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ তান্ডব চলছে করোনার। ইতিমধ্যেই সালালাহ অঞ্চলে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৬৯৩ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৫৬ জন। নতুন ১৯ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯০৯ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৯৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯২ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮০৫ জন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বন্ধ সহ কারফিউ জারির সম্ভাবনা রয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post