করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। সোমবার (১৯-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন এবং মৃতের সংখ্যা ১২ জন।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৬৫ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। মাস্কাট এবং সালালাহ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ তান্ডব চলছে করোনার। ইতিমধ্যেই সালালাহ অঞ্চলে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গোটা ওমান কারফিউ জারির সম্ভাবনা রয়েছে এমন তথ্য জানাগেছে গোপন সূত্রে।
এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৬৭০ জন। নতুন ১২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৯০ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ১ হাজার ৩৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮১৮ জন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বন্ধ সহ কারফিউ জারির সম্ভাবনা রয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post