ওমানি নাগরিকদের পর এবার প্রবাসীদের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে শিথিলতা আরোপ করেছে ওমান। এখন থেকে দেশটিতে আগত প্রবাসী সন্তানদের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। সিএএ-র এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ওমান জানিয়েছে, ‘‘স্থল, সমুদ্র বা বিমান পথে আসা প্রবাসী নাগরিকদের সন্তানদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। তবে অবশ্যই সন্তানদের বয়স ১৮ বছরের বা তার কম হতে হবে।”
সিএএ এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারির পরেই ইতিমধ্যে ওমানের বিমানবন্দরগুলোতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অন্যান্য সকল প্রতিরোধমূলক সতর্কতা মেনে চলতে হবে। ওমান আসার পূর্বে তারাসুদ অ্যাপে নিবন্ধন করতে হবে, বৈদ্যুতিক ব্রেসলেট পরতে হবে এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
এর আগে ওমানি নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়ে ছিলো। এরপর প্রবাসী পরিবারের জন্য কিছুটা শিথিল করা হয়েছিলো। এবার প্রবাসী সন্তানদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন শিথিল করলো ওমান। এবার সাধারণ প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন বাতিল করে হোম কোয়ারেন্টাইন আইন জারির দাবী জানিয়েছেন সাধারণ প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post