করোনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে ওমান সুপ্রিম কমিটি।
সোমবার (১২-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৮০ জন এবং মৃতের সংখ্যা ১৩ জন। যেখানে গত সোমবার (৫-এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ১১৭ জন এবং মৃত ছিলো ১০ জন। সেখানে আজ আক্রান্ত বেড়েছে ৩৬৩ জন এবং মৃত বেড়েছে ৩ জন। দেশটির বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ বিপদ সংকেতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ০২৯ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯৮৬ জন। নতুন ১৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থের সংখ্যা ১ হাজার ২০২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০৫ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৫১ জন। সুপ্রিম কমিটির ধারণা অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত করোনা সংক্রমণের সর্বোচ্চ পিক টাইম ধরা হয়েছে। এই ২মাস দেশটির জন্য খুবই ভয়াবহ সংক্রমণের ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন সহ একাধিক পদক্ষেপ গ্রহণের আভাস দিয়েছে সুপ্রিম কমিটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post