বড় ধরনের সাইবার হামলার কবলে পড়েছে জনপ্রিয় অনলাইন লাইব্রেরি ইন্টারনেট আর্কাইভ। সাইবার হামলার ফলে ইন্টারনেট আর্কাইভের ৩ কোটির বেশি ব্যবহারকারীর ই–মেইল, নাম ও পাসওয়ার্ড চুরি হয়েছে বলে জানা গেছে।
ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমণেরও শিকার হয়েছে ইন্টারনেট আর্কাইভ। ফলে মাঝেমাধ্যেই ইন্টারনেট আর্কাইভে প্রবেশ করা যায় না।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার বিষয়টি ইতোমধ্যে স্বীকারও করেছেন ইন্টারনেট আর্কাইভের প্রতিষ্ঠাতা ব্রুস্টার কাহলে।
তিনি জানিয়েছেন, ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট কোডে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস বা ডিডিওএস আক্রমণের মাধ্যমে এ সাইবার হামলা চালানো হয়েছে। আপাতত সাময়িকভাবে ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট বন্ধ করে সিস্টেম ও নিরাপত্তা উন্নত করার কাজ করা হচ্ছে।
ইন্টারনেট আর্কাইভে পপ আপ বার্তায় বলা হয়, সাইটটির নিরাপত্তাব্যবস্থা দুর্বল এবং ৩১ মিলিয়ন ব্যবহারকারীরা তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। চুরি করা ডেটা এইচআইবিপি সাইটে ফাঁস করা হয়েছে।
এসএন_ব্ল্যাক মেটা নামে হ্যাকারদের একটি দল এই সাইবার হামলা চালিয়েছে বলে তারা দাবি করেছে। দলটি জানিয়েছে, ইন্টারনেট আর্কাইভের মালিক মার্কিন প্রতিষ্ঠান, তাই এই হামলা চালানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post