প্লেনে চড়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। উত্তেজনার যেন শেষ নেই! কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে লাগেজ খুলে তো আপনার চক্ষু চড়কগাছ! লাগেজে রাখা শ্যাম্পু আর লোশন কন্টেইনার থেকে বেরিয়ে আপনার ভ্রমণের জন্য আনা কাপড়চোপড় নষ্ট করে দিয়েছে।
এমন পরিস্থিতি এড়াতেই বোধহয় বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে বিভিন্ন শর্ত জুড়ে থাকে এয়ারলাইনস কোম্পানিগুলো।
আকাশপথে ভ্রমণের সময় কিছু জিনিস একেবারেই বহন করা যায় না। কিছু জিনিস আছে যা ক্যারি অন ব্যাগ তথা হ্যান্ড লাগেজে (ভ্রমণের সময় যেটি হাতে থাকে) রাখা যায়, আবার কিছু জিনিস সরাসরি চেক-ইন লাগেজে রাখতে হয়।
প্লেনে সবসময় বাম দিকের দরজা ব্যবহার করা হয় কেন? প্লেনে সবসময় বাম দিকের দরজা ব্যবহার করা হয় কেন?
টয়লেট্রিজ বা কসমেটিকস বা তরল জাতীয় দ্রব্য (পেস্ট, বডি স্প্রে, লোশন, শ্যম্পু) এ ক্যাটাগরির আওতাধীন। প্লেনে ভ্রমণের সময় এগুলো হাতে করে বহন করা যায় না। কারণ এসব পণ্য বোতল থেকে কোনও ভাবে বেরিয়ে গেলে পিচ্ছিল পৃষ্ঠ তৈরি করতে পারে, যার ফলে বিমানের কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে।
এই ঘটনার নেপথ্যে রয়েছে উচ্চতার সঙ্গে বায়ুচাপের পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। ফলে মাঝআকাশে প্লেন যখন ৩৫ হাজার ফুট ওপরে থাকে, তখন এর কেবিনে বায়ুচাপ অনেক কমে আসে।
লিকুইড সাবান, শ্যাম্পু, লোশন, তেল ইত্যাদি তরল মোটামুটি স্থির থাকলেও এসবের কন্টেইনারে থাকা বাতাস নিম্নচাপের কারণে প্রসারিত হয়। দীর্ঘ ভ্রমণে চাপের এই পার্থক্যের জন্য কন্টেইনার ফেটে গিয়ে ভেতরে থাকা শ্যাম্পু-লোশন বের হয়ে একটি বাজে পরিস্থিতি তৈরি করতে পারে।
প্রতিরোধের উপায়
সমস্ত টয়লেট্রিজ পণ্যকে একটি সিল করা প্লাস্টিকের ব্যাগে নিন। এতে লিক করে কিছু বের হলেও তা লাগেজে অন্যান্য জিনিসের মধ্যে ছড়াবে না।
আরেকটি উপায় হচ্ছে, ক্লিং র্যাপ দিয়ে বোতলের মুখ বন্ধ রাখা। তরলজাত দ্রব্যের বোতলের মুখ খুলে সেটিকে স্বচ্ছ ক্লিং র্যাপে ঢেকে নেওয়া যেতে পারে। খাবার ঢেকে রাখার জন্য ব্যবহৃত এই স্বচ্ছ পেপার ডিপার্টমেন্টাল স্টোরেই মেলে। ঢাকা হলে শক্ত করে বোতলের মুখ বন্ধ করে দিতে হবে।
এটি বোতলের ভেতরের বাতাসকে হ্রাস করে, ফলে স্বাভাবিকভাবেই চাপের পরিবর্তনে লিক করে কোনো পণ্য বের হওয়ার সম্ভাবনা কমে আসে।
এক্ষেত্রে তাই এয়ারলাইনসগুলোর নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। হ্যান্ড লাগেজে নেওয়া পণ্যের বোতল যেন কোনোভাবেই ১০০ মিলি এর বেশি না হয়। এর চেয়ে বেশি হলেই তা আর হাতে নেওয়া যাবে না, নিতে হবে সরাসরি বড় লাগেজে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post