এখন থেকে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো ধরনের ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সৌদি আরবে তিন দিনের সফর শেষে বুধবার (১০ মার্চ) ঢাকায় ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। এটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।
তিনি আরও বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না। শাহরিয়ার আলম আরও বলেন, বর্তমানে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বৃদ্ধিতে ২৫ ডলার ফি লাগে।
সৌদিতে অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা করোনার টিকা নিতে পারবেন। এ বিষয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
বাংলাদেশে আসছেন ওমানের সুলতান!
বাংলাদেশ থেকে ওমান যেতে চান বেশি অভিবাসী
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
এদিকে বর্তমানে ওমানে পাসপোর্ট যেন সোনার হরিণ। নবায়নের জন্য আবেদন করে এক বছরেও মিলছে না নতুন পাসপোর্ট। এমতাবস্থায় অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন অনেক প্রবাসী। পাসপোর্ট ভোগান্তিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা।
প্রবাসী বাংলাদেশির অভিযোগ, দূতাবাস নির্ধারিত এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাসপোর্টের আবেদন করে ৫/৬ মাস অতিবাহিত হলেও তাদের নতুন পাসপোর্ট দেওয়া হচ্ছেনা। আবার অনেকে সরাসরি দূতাবাসে এসে আবেদন করেও যথাসময়ে পাচ্ছেননা পাসপোর্ট।
এরমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা থাকলেও দূতাবাস কোনো তদারকি করছেনা। এ ব্যাপারে দূতাবাসে সেবার পরিবর্তে সেখানে চলছে নানা অনিয়ম এবং হয়রানি, এমন অভিযোগ দিয়েছেন একাধিক ওমান প্রবাসী। এমতাবস্থায় পাসপোর্ট সমস্যা সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post