ওমানে চলমান সুপ্রিম কমিটির রাত্রিকালীন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ ৩০০ থেকে ১০০০ ওমানি রিয়াল জরিমানার নতুন আইন জারী করেছে ওমান। মাস্কাট পৌরসভার এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানকে দেওয়া এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ওমানে রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই বিধান লঙ্ঘন করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হলে সেই প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে। একই অপরাধ পুনরাবৃত্তি করলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ জরিমানা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি দেশের সকল নাগরিক ও প্রবাসীদের সুপ্রিম কমিটির সকল বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এছাড়াও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে তাহলে তার তথ্য জানাতে ১১১১ নম্বরে কল করতে অনুরোধ জানান এই কর্মকর্তা।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
তিনি আরও বলেন, ‘‘মাস্কাটে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত বন্ধের বিষয়ে সুপ্রিম কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মেনে চলতে হবে। সকল প্রতিষ্ঠান যেনো সুপ্রিম কমিটির সকল বিধান মেনে চলে তার জন্য মাস্কাট পৌরসভা, রয়্যাল ওমান পুলিশ এবং পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post