ওমানে কাউকে অপমান করলে জড়িত ব্যক্তিকে সর্বনিম্ন ১০ দিন থেকে সর্বোচ্চ ৬ মাসের কারাভোগ করতে হবে। সেইসাথে সর্বনিম্ন ২০০ রিয়াল থেকে সর্বোচ্চ ৫০০ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রেখে আজ নতুন আইন জারী করেছে দেশটির সরকার।
অর্থাৎ এখন থেকে ওমানে কোনো ব্যক্তিকে টেলিফোনে, সামনাসামনি বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িত ব্যক্তিকে সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকার জরিমানা গুনতে হবে এবং সেইসাথে ৬ মাসের সাজা ভোগ তো রয়েছেই।
দেশটির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ওমানের সংস্কৃতির প্রতি মানুষকে উৎসাহী করা এবং অপরাধ কমিয়ে আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন এই আইন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নতুন এই আইন মেনে চলতে ওমানে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসীদের আহ্বান জানিয়েছেন দেশটির কমিউনিটি নেতারা।
মানব অঙ্গ পাচারে নতুন জরিমানা ঘোষণা করলো ওমান
ওমানে মানব অঙ্গ পাচার বা সেই কাজের সাথে সহযোগিতা করলে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার ওমানি রিয়াল জরিমানা করা হবে। (যা বাংলাদেশী মুদ্রায় এক কোটি ১০ লাখ টাকা সম পরিমাণ) আজ (৪-মার্চ) দেশটির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, “ওমানে কোনো ব্যক্তি অনলাইনের মাধ্যমে মানব অঙ্গ পাচার বা পাচারে সহযোগিতা করলে সেই ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার ওমানি রিয়াল জরিমানার নতুন বিধান করা হয়েছে।” দেশটির নাগরিক এবং প্রবাসীদেরকে এ ধরণের অপরাধ না করার জন্য অনুরোধ জানিয়েছে এবং দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের এই বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post