যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশ ইয়েমেনের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ওমান। বুধবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, “ইয়ামেনি জনগণকে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করে যাবে ওমান। বিশেষ করে ইয়েমেনের বিভিন্ন খাতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ওমান।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের আয়োজনে ইয়েমেনে মানবিক সঙ্কটের নিরসনের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওমানের স্থায়ী প্রতিনিধি ডাঃ মোহাম্মদ বিন আওদ আল-হাসান বলেন, ‘‘ইয়েমেনে যুদ্ধ ও বর্তমান পরিস্থিতি উত্তরণে ওমান সকল ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে।”
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
উল্লেখ্য: ২০১৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কাছ থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় হাউথি বিদ্রোহীরা। দখল-পুনর্দখলকে কেন্দ্রে করে দেশটিতে চলছে গৃহযুদ্ধ। সেইসাথে বর্তমানে সৌদি ইয়েমেন যুদ্ধ সাড়া বিশ্বের একটি আলোচিত ইস্যু। তবে এই যুদ্ধ বন্ধ করতে ইতিমধ্যেই বিশ্ব নেতারা সোচ্চার হয়েছেন।
ক্ষমতা গ্রহণের পরই ইয়েমেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি জানিয়ে দিয়েছেন, ছয় বছরের চলমান ইয়েমেনে সৌদি যুদ্ধ আমেরিকা আর দেখতে চায়না। আর তাই ইয়েমেন যুদ্ধ ইস্যুতে সৌদি আরবকে সাহায্য না করার কথা জানিয়েছে বাইডেন। বরং শান্তিপূর্ণ পদ্ধতিতে কী ভাবে মীমাংসাসূত্র তৈরি করা যায়, অ্যামেরিকা সেই চেষ্টাই চালাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post