সৌদিআরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করে সৌদিআরবের পাশে অবস্থান নিয়েছে ওমান সহ মিত্র আরব দেশগুলো। আরব নিউজ জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যানে সৌদিকে সমর্থন দিয়েছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।
এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “সৌদি নাগরিক জামাল খাশোগি হত্যার বিষয়ে মার্কিন কংগ্রেসের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওমান সবসময় সৌদি আরবের পাশে রয়েছে। আগামীতেও পাশে থাকবে। ওমান সৌদিআরবের বিচার বিভাগের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে।”
শনিবার (২৭ ফেব্রুয়ারি) টুইটারে ‘আমরা সবাই মোহাম্মদ বিন সালমান’ হ্যাশট্যাগ তৈরি করে সৌদি যুবরাজের প্রতি সমর্থন জানান তার সমর্থকরা। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জামাল খাশোগি হত্যায় যুবরাজকে দায়ী করা হলেও জোরালো কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি তারা।
এদিকে সমালোচনার মুখে খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে সোমবার (০১ মার্চ) নিজেদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রশ্নের মুখে তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন করায় সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
উল্লেখ্য: ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ হত্যার অনুমতি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা। যদিও তা ‘মিথ্যা এবং অগ্রহণযোগ্য’ উল্লেখ করে প্রত্যাখ্যান করে সৌদি আরব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post