ওমানের মাস্কাটে হেয়ারড্রেসিং বা বিউটি পার্লার পরিচালনার নতুন নিয়ম প্রকাশ করেছে মাস্কাট পৌরসভা। করোনা প্রতিরোধে নতুন এই নিয়মটি সকল বিউটি পার্লারকে পূরণ করতে হবে।
দোকানে মহিলাদের জন্য একটি মেকআপ রুম, একটি টয়লেট এবং দোকানের সামনের অংশে এমন সব সামগ্রী দিয়ে সাজাতে হবে যাতে গ্রাহকরা নতুন সামগ্রী দেখার জন্য দোকানের স্টোররুমে প্রবেশ করতে না হয়। সেলুনে ব্যবহৃত তোয়ালে অবশ্যই ব্যবহারের পরে ধুয়ে নিতে হবে। প্রতিটি সেলুনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি সিট সামাজিক দূরত্বে রাখতে হবে।
মাস্কাট পৌরসভা জানিয়েছে, “প্রতিটি চেয়ারের মধ্যে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব থাকতে হবে। হোটেল বা পর্যটন কমপ্লেক্সগুলিতে কেবল মহিলা কর্মীদেরই অনুমতি দেওয়া হবে। স্টাফদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে। এ ছাড়াও হেয়ার ড্রেসিং বা বিউটি পার্লারে বেশকিছু কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাস্কাট পৌরসভা। তার মধ্যে রয়েছে:
১. স্টাফদের আবাসন ব্যবস্থা দোকানের সাথে সংযুক্ত রাখা যাবেনা।
২. লাইসেন্স ছাড়াই লেজার ডিভাইস, তীব্র পালস লাইট (আইপিএল) ব্যবহার করা যাবেনা।
৩. অনুমোদন ছাড়াই রাসায়নিক বিক্রয় করা যাবেনা।
৪. বোটক্স, রেস্টিলেন, পেরেলেন বা অন্যান্য ইনজেকশন ব্যবহার করা যাবেনা।
৫. মাঝারি বা গভীরভাবে ত্বকের পিলিং পদ্ধতি ব্যবহার না করা।
৬. থেরাপি ব্যবহার করা যাবেনা।
৭. লাইপোসাকশন বা চর্বি কমানোর ব্যবস্থা করা যাবেনা।
৮. দেহে ট্যাটো আঁকানো যাবেনা।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
৯. কোনো ধরণের অপারেশন করা যাবেনা।
১০. ত্বকে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবেনা।
১১. দোকানে পোষা প্রাণী নিয়ে আসা যাবেনা।
১২. সিসি ক্যামেরা থাকতে হবে দোকানে।
১৩, কাজের সময় দোকানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবেনা ইত্যাদি।
মাস্কাটের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। সেইসাথে করোনা রোধে সকল নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে মাস্কাট পৌরসভা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post