ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা সৈয়দ মোমতাজুল করীম মোশতাক (রহ.) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এ দোয়া মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাধারণ সম্পাদক মাওলানা মানসুর সাকী, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের উপদেষ্টা উপদেষ্টা সৈয়দ মোমতাজুলম মোশতাক (রহ.) এর জীবদ্দশায় কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণা এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়।
এসময় ৫০-৬০ জন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post