মালয়েশিয়ার মেলাকা রাজ্যের বুকিত বারু সিটি পার্কে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশির নাম হাবিব উল্লাহ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাবিব উল্লাহকে (৩৯) তামান পারকোটায় রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি লনমাওয়ার বা ঘাস কাটার মেশিন পাওয়া যায়।
মেলাকা টেঙ্গাহ জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগ দ্বারা ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগ দ্বারা ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।
ক্রিস্টোফার বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার আগে পাঁচজন শ্রমিক একসাথে ঘাস কাটছিলেন এবং লোকটি ঘাস কাটার সময় মাটি থেকে তারের গোছা সরানোর চেষ্টা করে।
তারটি ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় এ সময় প্রত্যক্ষদর্শী এবং একজন সহকর্মী তাকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে একটি লাঠি দিয়ে আঘাত করে। কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ে সেই বাংলাদেশি কর্মী।
মরদেহটি মালাকা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post