ওমানে ২০ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৫২ টি পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত ১১ই আগস্ট।
শ্রম আইনের অধীনে জারিকৃত ওই সিদ্ধান্তে- নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের মোট ১৩ পেশায় আগামী ৬ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবেনা বলে উল্লেখ করা হয়।
দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের প্রথম দিনে। সেখানে ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসেপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্টসহ আরও ৩৯ টি পেশায় বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয়।
এছাড়া নির্মাণ কর্মী, ক্লিনার, লোডার বা আনলোডার, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেক্ট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে।
এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার। এতে প্রবাসীদের কপাল পুড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ১৪ হাজার ৭৪ জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা।
তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ-ক্ষতি হচ্ছে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post