লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবিতে তিন বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরের পূর্ব পুবালি গ্রামের একই পরিবারের দুই যুবক মিলন ও আল-আমিন এবং একই গ্রামের খলিল খানের ছেলে শান্ত খান।
জানা গেছে, স্থানীয় দালাল ইউপি চেয়ারম্যান ফরহাদ মোল্লা ভুল বুঝিয়ে ১৫ লাখ টাকার বিনিময়ে অবৈধপথে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেয়ার কথা বলে। পরিবারের অভাব দূর করে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের মাধ্যমে দেশ ত্যাগ করেন মাদারীপুরের এই তিন যুবক। সাত মাস আগে ইতালির উদ্দেশ্য রওনা হলেও বিগত তিন মাস যাবত খোঁজ মিলেছে না তাদের। লিবিয়াতে পুলিশের হাতে আটক হয়ে স্থানীয় ইস্রাফিল নামে এক যুবক এসে জানিয়েছে, তারা গত তিন মাস আগে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবে মারা গেছে। এদিকে এ সংবাদ শোনে দুটি পরিবারে চলছে শোকের মাতম।
মিলন ও আল আমিনের মা জানান, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে, জমি-জমা বিক্রি করে, ধার-দেনা করে লিবিয়া গিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরন হলো না, আমরা আমাদের মিলন ও আল-আমিনকে ফেরত চাই।
শান্তর মা বলেন, আমার ছেলেকে দিতে চাই নাই চেয়ারম্যান ভুল বুঝিয়ে ছেলেকে ইতালি নেয়ার কথা বলে নিছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post