ইহরামের কাপড় পরে পালানোর সময় বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট থেকে মাদক সম্রাট ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ভেতর থেকে তাকে আটক করা হয়। ওমরাহর নামে ইহরামের কাপড় পরে জেদ্দাগামী ফ্লাইটে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
বিমানবন্দর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে সালাহউদ্দিনকে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালাহউদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ঘর পোড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সন্ধ্যায় বিমানের ফ্লাইটে করে সিলেট হয়ে হজে যাওয়ার চেষ্টা করছিলেন সালাহউদ্দিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিমান থেকে তাঁকে আটক করে নিয়ে যায়।
সালাউদ্দিন উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা শীর্ষ মাদক পাচারকারী আবদুর রহমান বদির মাদক ব্যবসার সহযোগী সালাউদ্দিন নিজেও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post