ওমানে এক প্রবাসীর ঘরে ঢুকে অভিযান চালিয়েছে দেশটির কাস্টমস বিভাগ।
গতকাল মঙ্গলবার আল আমরাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীর বাসায় অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা।
এসময় ঘরের ভেতর থেকে ১১ হাজার ৫ শ’ টি নিষিদ্ধ সিগারেটের কার্টন উদ্ধার করা হয়।
একইদিন সিব মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে আরও ৪৩০ টি সিগারেটের কার্টন জব্দ করেন তারা।
মাস্কাটের অপর একটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একদল প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপ এবং কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন।
এদিকে, গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে বিচারের মুখোমুখি করতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post