পশ্চিমবঙ্গ সরকার আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা’ বিল সর্বসম্মতিক্রমে পাস করেছে। এই বিলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই আইনটি রাজ্যে নারী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।
এর মধ্যদিয়ে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোন সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার।
বিলটি এখন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসের কাছে যাবে এবং তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে।
‘অপরাজিতা’ বিল পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিলের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, নারী নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না।
তবে শুধুমাত্র আইন কঠোর করলেই যথেষ্ট নয়। নারীদের সচেতনতা বৃদ্ধি, পুরুষদের মানসিকতা পরিবর্তন এবং সমাজের সকল স্তরে নারীদের সমান অধিকার প্রদান করা জরুরি। এর আগে গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার রুমে পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হন ওই নারী চিকিৎসক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post