ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আর জি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করে।
নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় সন্দীপ ঘোষকে গেলো ১৫ আগস্ট প্রথমবারের মতো তলব করে সিবিআই। পরে ১৬ দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। হাসপাতালে নানা অব্যবস্থাপনাসহ অবৈধ চক্র চালানোর মতো অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। নারী চিকিৎসক খুন হওয়ার পর তথ্য প্রমাণ লোপাটে তার বড় ভূমিকা আছে, এমনটি মনে করছে গোয়েন্দারা।
এদিকে, আরেক অভিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে জুনিয়র চিকিৎসকেরা। ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতাসহ গোটা ভারতে চিকিৎসকদের সঙ্গে নাগরিক সমাজের আন্দোলনও চলছে। কোথাও কোথাও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post