উসাগরীয় যুদ্ধের ৩৩ বছর পর ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় নিজেদের দূতাবাস খুলছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল জেনেভা।
তিন দশকের বেশি সময় পর পুনরায় বাগদাদে দূতাবাস খোলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, বন্ধ করে দেওয়ার ৩৩ বছর পর মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় দূতাবাস খুলছে সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের কারণে দেশটি থেকে নিজেদের দূতাবাস বন্ধ ও কর্মীদের ফিরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।
দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে জনবহুল দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও অর্থনৈতিক, নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়েছে ফেডারেল কাউন্সিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post