সেবা নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদ জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড। সোমবার বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দ্বিতীয়বারের মত প্রবাসীর হেলিকপ্টারের সেবা নেন। ভাড়া বাবদ নির্ধারিত অর্থ প্রবাসীর হেলিকপ্টারকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করে তার দল। তবে এদিনের সৌজন্যতামূলক ফুল দেওয়ার ছবি পোস্ট করে হেলিকপ্টারটি বসুন্ধরার উল্লেখ করে প্রচারণা চালানো হচ্ছে। যা দৃষ্টিগোচর হওয়ার পর প্রতিবাদ জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান বলেন, ‘যে ছবিটি পোস্ট করা হচ্ছে তাতে কিন্তু আমিও আছি। তবুও দুর্ভাগ্যজনকভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’
‘প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেয়ার চেষ্টা করেছে। আমাদের আন্তরিকতা ও জরুরী সময়ে তাৎক্ষণিক সাড়া দেয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান, তাদেরকে আমরা সেবা দেই’ যোগ করেন তিনি।
অপপ্রচারের বিষয়ে বলেন, ‘আমীরে জামায়াত এর আগেও প্রবাসীর হেলিকপ্টার থেকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য সেবা নিয়েছেন। এবারও প্রবাসীর হেলিকপ্টার থেকে সেবা নিয়েছেন। যে টাকার রশিদ আমাদের উভয়ের কাছেই সংরক্ষিত আছে। এরপরেও যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তার সাথে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোন সম্পর্ক নেই।
তিনি সবাইকে মিথ্যা প্রচারণা এবং গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post