সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশটির রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
গালফ নিউজের এক প্রতিবেদনেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।
বাংলাদেশ সরকার এবং দেশবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, শিগগিরই এই ৫৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।
সংযুক্ত আরব আমিরাতের একটি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের এই ক্ষমা আদেশে দোষী সাব্যস্তদের শাস্তি বাতিল এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ আল শামসি ইতিমধ্যেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
প্রেডিডেন্টের এ নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি তাদের সাজা বাস্তবায়ন বন্ধ এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বড় সুসংবাদ। এটি দুই দেশের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post