হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ভেতরে এক কর্মচারীর কাছ থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ৪ কেজি ৬৪ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ফ্লাইট ক্যাটারিংয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ঢাকার কাস্টমস হাউজ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কমিশনারের নিকট হতে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিমান ক্যাটারিং সার্ভিস সেন্টার (বিএফসিসি) এর অভ্যন্তরে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম এবং বিমান সিকিউরিটির যৌথ দলের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণসহ কালো স্কচটেপে মোড়ানো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কেটে ৪০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস ডেপুটি-কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন ,উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এছাড়াও আটককৃত ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে স্বর্ণবার চোরাচালানের বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post