রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে।
হেলিকপ্টারের ধ্বংসাবশেষে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরোহীদের বেশিরভাগই পর্যটক ছিলেন।
শনিবার কামচাটকা উপদ্বীপের ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়।
সক্রিয় আগ্নেয়গিরির জন্য এলাকাটি বিখ্যাত একটি পর্যটন স্পট। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
তিন বছর আগে কামচাটকায় আরেকটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়। ওই অঞ্চলের আবহাওয়া বেশ প্রতিকূল হওয়ায় তা দুর্ঘটনা প্রবণ।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে বলেছেন, শনিবার এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে ছেড়ে যাওয়ার পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
পরে রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
হেলিকপ্টারটি সোভিয়েত যুগে ডিজাইন করা। হেলিকপ্টারটি সাধারণ মানুষ পরিবহনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। যে কোম্পানির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি পর্যটক পরিবহণের কাজ করে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post