কিশোরগঞ্জে ভাতিজাদের বিরুদ্ধে নূরুল আলম সিদ্দিক (৬৩) নামের এক ফ্রান্সপ্রবাসীর বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে খুন-জখমের হুমকির মুখে বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি জীবনের নিরাপত্তাসহ এ ঘটনার প্রতিকার চেয়েছেন।
জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। ফ্রান্সপ্রবাসী নূরুল আলম সিদ্দিক কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ উত্তরপাড়ার মৃত আবদুল আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে নূরুল আলম সিদ্দিক বলেন, ১৬ বছর ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ফ্রান্সে বসবাস করে আসছেন। মহিনন্দ উত্তরপাড়া মৌজায় সাড়ে ১০ শতাংশ জায়গা পৈতৃক সূত্রে পেয়ে সেখানে বিভিন্ন ফলদ গাছপালা লাগানোসহ বসতবাড়ি নির্মাণ করে ৪০ বছর ধরে ভোগদখলে রয়েছেন। জায়গা, বসতবাড়ি, গাছপালাসহ তাঁর এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
নূরুল আলম সিদ্দিকের অভিযোগ, তাঁর প্রবাসে থাকার সুযোগে দুই বছর ধরে তাঁর তিন ভাতিজা এ টি এম আতিকুল হক টিটু (৪৫), খায়রুল ইসলাম (৪৫) ও ফিরোজ মিয়া (৪২) তাঁর বসতবাড়িটি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। আত্মীয়স্বজনের কাছে নূরুল আলম সিদ্দিক জানতে পারেন, তিনি যদি দেশে ফেরেন তাহলে সপরিবারে হত্যা করে সবার লাশ গুম করা হবে। তারা নূরুল আলমের জায়গায় গত ২৮ জুলাই সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। সীমানা প্রাচীর নির্মাণের সময় বাড়িতে থাকা নূরুল আলমের বড় ভাই মো. মোতাহার হোসেন বাধা দিলে তাঁকে অশ্লীল গালাগালসহ হত্যার হুমকি দেওয়া হয়।
এ পরিস্থিতিতে গত ১৪ আগস্ট ফ্রান্স থেকে নূরুল আলম দেশে ফিরলে আতিকুল হক টিটুর নেতৃত্বে তিন ভাতিজা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে গুম করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ১৮ আগস্ট বেলা ১১টার দিকে তিন ভাতিজা ও তাঁদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ঢুকে চাঁদার ২০ লাখ টাকা দাবিসহ সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
নূরুল আলম বলেন, এ সময় তাঁকে গালাগাল ও টানাহেঁচড়াসহ এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা হয়। নূরুল আলমের চিৎকারে তাঁর বড় ভাই মোতাহার হোসেনসহ এলাকাবাসী এগিয়ে গিয়ে তাঁকে রক্ষা করেন। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে তিনি কিশোরগঞ্জ জেলা শহরে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। সেখানেও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
আতিকুল হক টিটু জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় এসব অপকর্ম করে চলেছেন উল্লেখ করে নূরুল ইসলাম সিদ্দিক বলেন, ‘এ ব্যাপারে গতকাল শনিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছি। আমি এখন জীবন্মৃত। আমার জীবনের নিরাপত্তাসহ সুবিচার চাই।
তবে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম আতিকুল হক টিটু দাবি করেন, ‘জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। রাস্তা নিয়ে সমস্যা আছে। আর উনি আমাকে মেরে আহত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post