সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কামাল উদ্দিন মিয়ার ছেলে। গতকাল শনিবার সৌদি আরবের একটি সিটিতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
নিহতের বাবা কামাল উদ্দিন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আরব আমিরাতে থাকেন। আরব আমিরাতের আলফালা এলাকায় একটি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করত।
মালিকের পরিবারকে নিয়ে প্রায় সময় গাড়ি নিয়ে আরব আমিরাত থেকে সৌদি আরব আসা–যাওয়া করত। গতকাল শনিবার সৌদি আরব থেকে আরব আমিরাতে মালিকের স্ত্রীকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আমার ছেলেসহ ৪ জন মারা যায়। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর আসে।
এদিকে মৃত্যুর খবরে নিহতের এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানায় পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post