ওমানে লাইসেন্স বিহীন ডাক বা সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহকারীদের বিরুদ্ধে সর্বনিম্ন এক হাজার ওমানি রিয়াল থেকে সর্বোচ্চ ১ লাখ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। মঙ্গলবার (১৬-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (টিআরএ)। সুত্রঃ টাইমস অব ওমান
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
বিবৃতিতে উল্লেখ করা হয়, “ওমানে ডাক ও সংশ্লিষ্ট পরিষেবার জন্য কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে। যদি কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া এই পরিষেবাদি ব্যবহার করে তাদের জরিমানা গুনতে হবে। একইসাথে এই ভুল পুনরায় করলে শাস্তি দ্বিগুণ করা হবে।”
টিআরএ আরও জানিয়েছে, “দেশের সকল লাইসেন্স বিহীন সংস্থাকে অবিলম্বে লাইসেন্স করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ লাইসেন্স বিহীন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তাই সংস্থানে আইনি ঝামেলা এড়াতে প্রয়োজনীয় লাইসেন্স করার জন্য আবেদন জানানো হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post