ফেনী জেলার পরশুরামে ভয়াবহ বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ। এই দুর্যোগে নিরীহ শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমনই এক মুমূর্ষু শিশুকে হেলিকপ্টারে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিজিবি তাদের মানবিকতার জ্বলন্ত প্রমাণ রেখেছে।
গতকাল রোববার (২৫ আগস্ট) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান।
সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়।
এ সময় বিজিবির এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলাম এর কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।
জানা গেছে, পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছরের শিশু নাজমুল বন্যার তোড়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে শিশুটিকে অনেক খুঁজেও পাননি। শেষ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই খবর পেয়ে বিজিবির এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলাম তাৎক্ষণিকভাবে একটি হেলিকপ্টার পাঠান।
এদিকে, খবর পেয়ে বিজিবির এয়ার উইং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা শিশুটিকে এবং তার পরিবারের লোকজনকে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে।
এরপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সিএমএইচ-এ শিশুটিকে অভিজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দেন। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post