দেশের বাজারে সোনার দাম আবারও নতুন উচ্চতা ছুঁয়েছে। আজ শুক্রবার থেকে সারাদেশে সোনার দাম বেড়েছে। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০৪ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। এই দাম বাড়ার ফলে সোনা কেনা এখন আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। এই দাম বৃদ্ধির কারণে সারা দেশের সোনার দোকানে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০৪ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দামও ১ হাজার ৪৪৬ টাকা বেড়ে ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকায় নির্ধারিত হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ২৭ টাকা, নতুন দাম ৮৫ হাজার ২৪১ টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post