আজ সোমবার (১৯ আগস্ট) রাতের আকাশে দেখা মিলবে বিরল একটি মহাজাগতিক ঘটনা – সুপার ব্লু মুন। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অসাধারণ দৃশ্য উপভোগ করা যাবে।
২০২৪ সালের ব্লু মুন দেখা যাবে আজ ১৯ আগস্ট, রোজ সোমবার। সাধারণত এক মাসে একটি করে পূর্ণিমা হয়। কিন্তু কখনো কখনো একই মাসে দুটি পূর্ণিমা হতে পারে। এই দ্বিতীয় পূর্ণিমাকেই বলা হয় ব্লু মুন।
জানা গেছে, এটি চন্দ্রচক্রের প্রায় ২৯.৫ দিনের দৈর্ঘ্যের কারণে উদ্ভূত হয়, যার ফলে কখনো কখনো একই মাসে দেখতে পাওয়া যায় দুটি পূর্ণিমা। এছাড়া একটি ঋতুতে তৃতীয় পূর্ণিমা হয়, যেখানে স্বাভাবিক তিনটির পরিবর্তে চারটি পূর্ণিমা হলে হয় ব্লু মুন। এই পূর্ণিমার নাম নীল চাঁদ হলেও এই দিনের চাঁদ দেখতে নীল রঙের হয় না।
কখন দেখা যাবে?
আজ রাতে, আনুমানিক ২:২৫ মিনিটে চাঁদ তার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে। আবহাওয়া ভালো থাকলে খালি চোখে এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। তবে দূরবিন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের আরও বেশি বিস্তারিত দেখতে পাওয়া যাবে।
আজকাল শহরগুলোতে আলো দূষণের মাত্রা অনেক বেশি। এই আলো দূষণের কারণে রাতের আকাশের উজ্জ্বলতা বেড়ে যায় এবং চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না।
তবে দুরবিন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের আরও স্পষ্ট এবং বিস্তারিত দৃশ্য পাওয়া যায়। এতে চাঁদের পৃষ্ঠের গর্ত, পর্বতমালা ইত্যাদি আরও ভালভাবে দেখা যায়।
আবহাওয়াও ব্লু মুন দেখার উপর প্রভাব ফেলে। মেঘলা আকাশে ব্লু মুন দেখা সম্ভব নয়। তাই পরিষ্কার আকাশ থাকলে ব্লু মুন দেখার অভিজ্ঞতা আরও ভালো হয়। আজ রাতে আকাশ পরিষ্কার থাকলে এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ মিস করবেন না!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post