শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা দেশের নানা জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন ভাঙচুর চালাচ্ছেন। দেওয়া হচ্ছে আগুন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয়েছে মাগুরায়-১ আসনের এমপি সাকিব আল হাসানের পার্টি অফিসেও।
জাতীয় দলের এই ক্রিকেটারদের নিয়ে সবাই ক্ষুদ্ধ মূলত কোটা সংস্কার ইস্যুতে। পুরো দেশ যখন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছিলেন তখন মাশরাফি-সাকিব ছিলেন নীরব ভূমিকায়। ফলে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তারা।
আজ সোমবার (৫ আগস্ট) সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও আগুন দেন। মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা এ তথ্য নিশ্চিত করেন। মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।
এদিকে, আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post