টাঙ্গাইলে আন্দোলনকারীরা সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বাসভবন, পেট্রল পাম্প ও হাইওয়ে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা করলে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসব ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ওই এলাকায় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) তার কিছু কর্মী নিয়ে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে আন্দোলনকারীরা সেখানে হামলা করেন। আন্দোলনকারীরা জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেখানে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। সেখানে অন্তত পাঁচজন আহত হন।
এদিকে ময়মনসিংহ সড়কের সাবালিয়া এলাকায় আন্দোলনকারীদের মিছিলের ওপর দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এতে রাসিনুল খান নামক এক শিক্ষার্থী পায়ে গুলিবিদ্ধ হন। শহরের কালীবাড়ি সড়কের মোড়ে আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা শহরের পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বাসভবনে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। বাসার নিচে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে তারা শিবনাথ পাড়া এলাকায় পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরে আন্দোলনকারীরা টাঙ্গাইল শহর বাইপাস সড়কের দরুন এলাকায় সংসদ সদস্য ছোট মনিরের মালিকানাধীন দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন ও ধ্রুব রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও অ্যাডভোকেট বার সমিতি ভবন ভাঙচুর করেন আন্দোলনকারীরা। কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়। আন্দোলনকারীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার আহত হন। ঘাটাইলে পুলিশ বক্স ভাংচুর করেছেন আন্দোলনকারীরা।
এ ঘটনায় পুরো জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৪টায় প্রেস ক্লাব, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া চলছে। আন্দোলনকারীরা টাঙ্গাইল সদর থানা ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post