সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত তিন দিনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় উল্লেখিত তিন দিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ কর্মসূচির প্রথমদিনে দেশে ২৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সময় সংবাদের সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫, রংপুরে ৪, পাবনায় ৩, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ২, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ১, কুমিল্লায় ১, ঢাকায় ১ ও বরিশালে ১ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে সহিংসতা ও প্রাণহানি রোধে, রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা থাকলেও, সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকার তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় জানানো হয়, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post