বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৬-৭টি বাস এবং ৭-৮টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) বেলা পৌনে ১১টা থেকে এই আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) যানবাহনগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে আগুনের ঘটনায় বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে তাদের হাসপাতালের ভেতরে নিরাপদে প্রবেশ করতে সহযোগিতা করতে দেখা যায় আন্দোলনকারীদের।
হাসপাতালে আগুন দেওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সন্ত্রাসী সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতালে আগুন দেওয়া শুরু করেছে। দেশ ধ্বংসের এই ষড়যন্ত্র সফল করতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা শাহবাগের দিকে তাকানোর দুঃসাহস দেখিয়েছে। সবাই শাহবাগের দিকে জড়ো হন। গতকালকের মতো লক্ষাধিক জমায়েত গড়ে তুলুন। আমি আসছি শাহবাগে, আপনারাও আসুন। কেন্দ্রীয় বিক্ষোভ ও গণসমাবেশ সফল করুন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post