সৌদি আরবে প্রাইভেটকারচাপায় মো. মিস্টার আলী (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মিস্টার আলী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে আলতাসিম শহরে সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজ্জাক আলী।
রাজ্জাক আলী বলেন, আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায় মিস্টার আলী। সেখানে সে আলতাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করত। প্রতিদিনের ন্যায় রোববার ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে সৌদি পুলিশ লাশ উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ সেই হাসপাতালের মর্গে আছে। মিষ্টার আলীর এক স্ত্রী দুটি ছেলে সন্তান রয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর জানার পর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আয় উপার্জনের একমাত্র ব্যক্তির মৃত্যুর খবরে দিশেহারা পরিবার।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে পেটের দায়ে সৌদি যান মিস্টার আলী। কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার লাশটি যেন দ্রুত দেশে আসে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমার পক্ষ থেকেও পরিবারটিকে সহযোগিতা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post