মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে বিয়ের হার কমেছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি ডিভোর্সও বেড়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালে কুয়েতে ১১ হাজার ১১৬টি বিয়ে নথিভুক্ত হয়। এর মধ্যে ৯ হাজার ২৮০টি বিয়ে হয়েছে কুয়েতি নারী ও পুরুষের মধ্যে।
তাছাড়া কুয়েতি পুরুষ ও বিদেশি নারীর মধ্যে এক হাজার ৩৬৫টি বিয়ে হয়েছে। অন্যদিকে কুয়েতি নারী ও বিদেশি পুরুষের মধ্যে ৫২১টি বিয়ে হয়েছে। একই বছরে ৫৩৮ পুরুষ দ্বিতীয়, ৫১ জন তৃতীয় ও তিন জনে চতুর্থ বিয়ে করেছেন।
দেশটিতে ডিভোর্সের হারও বেড়েছে। ২০২৩ সালে পাঁচ হাজার ৯৩২টি ডির্ভোস হয়েছে, যা আগের বছরের চেয়ে বেশি।
সবচেয়ে বেশি ডিভোর্স হয় মে মাসে। বিশেষ করে বিশ্ববিদ্যায়ল থেকে পাস করা কুয়েতিদের মধ্যে এই হার বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post