কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।
শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post