স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। শুক্রবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসতে পারে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্ট সহিংসতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের এত ক্ষয়ক্ষতির দায় কে নেবে?
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের ডেকে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সৃষ্ট সহিংসতার জেরে জনগণের জানমালের নিরাপত্তার জন্য গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। এ সময় রোববার, সোমবার ও মঙ্গলবার ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post