সম্প্রতি এক পাকিস্তানি নারী স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আনন্দে পার্টি করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করা এই নারীর পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দি গানের তালে তালে নীল লেহেঙ্গা পরে নাচছেন তিনি। দর্শকের সারিতে বসে থাকা অনেকে তখন তাকে উৎসাহ দিচ্ছিলেন। আর যেখানে তিনি নাচছিলেন সেখানে বেলুন দিয়ে লেখা ছিল ‘ডিভোর্স মোবারক’।
ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে একটি পেজ লিখেছে, ‘যদি আমাদের দেশে এগুলো চলতে থাকে, তাহলে বিয়ের বিষয়টি একদিন শেষ হয়ে যাবে।’
স্বামীর সঙ্গে তীক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসায় অনেকেই তাকে বাহবা দিয়েছেন। কিন্তু আবার সমালোচনাও করেছেন।
Building relationships is the toughest thing to do and takes years. Breaking relationships is the easiest thing to do, and just takes a few seconds.
Now things like Divorce are celebrated and made a fashion statement.
pic.twitter.com/nd57c19cUc— Keh Ke Peheno (@coolfunnytshirt) July 26, 2024
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিভোর্স নিয়ে অবশ্যই আনন্দ করা যাবে না। হ্যাঁ, এটি আপনাকে একটি তীক্ত সম্পর্ক থেকে মুক্ত করে। হ্যাঁ, এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, এটি আপনাকে ভয় থেকে মুক্তি দেয়।
কিন্তু আমরা যদি ডিভোর্স নিয়ে আনন্দ উল্লাস করি তাহলে মানুষ বিয়ে করতে ভয় পাবে। ইতিমধ্যেই সিঙ্গেল মায়ের সংখ্যা বাড়ছে। পিতা ছাড়া সন্তান একটি বড় মানসিক আঘাত।’
আরেকজন লিখেছেন, ‘আমাকে যাই বলুন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এই নারী নাচছে আর ডিভোর্স পার্টি করছে ‘ডিভোর্স মোবারক’ লেখা লিখে। কিসের জন্য? এই পৃথিবীতে আসলে কী চলছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post